১. Ritha Pwder (রিঠা গুঁড়া) থাকা উপাদান সমূহ চুলের ডগা ফাটা বন্ধ করে দেয়। আমাদের মাথার স্কিন এর যাবতীয় সমস্যার সমাধান হয়।
২. চুল প্রাকৃতিক উপাদান দিয়ে পরিষ্কার হওয়ার ফলে চুলের ঘনত্ব বাড়ে। চুল পড়া কমে যায়।
৩.উকুনের সমস্যা থাকলে তা সহজে কোন সাইড এফেক্ট ছাড়া সমাধান হয়ে যায়। রিঠা দিয়ে শ্যাম্পু করলে কণ্ডিশনার লাগানোর প্রয়োজন থাকে না। ফলে চুল বেশি ভালো ও মজবুত থাকে।
৪.মাথায় একজিমার সমস্যা থাকলে সহজে দূর হয়ে যায় Ritha Pwder (রিঠা গুঁড়া) ব্যবহারের ফলে।
৫.নিয়মিত ব্যবহার করলে যাদের চুল অতিরিক্ত মাথায় কোঁকড়ানো তা সোজা হয়ে যায়। চুল নরম ও মসৃণ করে রিঠা।
ব্যবহার বিধিঃ
একটি পাত্রে ২৫ গ্রাম রিঠার গুড়া নিয়ে ১ লিটার পানিতে জ্বাল দিন। পানির পরিমান আধা লিটার হয়ে গেলে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা হলে শ্যাম্পুর মত ব্যবহার করুন। বাকি অংশ আপনি ফ্রিজে দুই সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন।
সপ্তাহে একবার করে যদি রিঠা শ্যাম্পু রূপে ব্যবহার করেন তাহলে চুলের সমস্যা থাকবেনা বলা যায়। তবে নিয়ম করে ব্যবহার করলে নিয়মিত তবে ফলাফল পাওয়া যাবে। চুলের পরিমান অনুযায়ী রিঠা ব্যবহার করা উচিত। শ্যাম্পু করার সময় ৫ মিনিট ভালো করে মাথা ম্যসাজ করুন।