কাঁচা হলুদ:
হলুদের সঙ্গে ত্বক ফর্সা হওয়ার একটি বিষয় রয়েছে। কারকিউমিন কেবল হলুদেই পাওয়া যায়। এটিকে জাদুকরি উপাদান বলা হয়। এটি ত্বকের অধিকাংশ সমস্যা সমাধান করতে পারে।
এটি রং ফর্সা করে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, ব্রণ প্রতিরোধ করে, বার্ধক্যের ছাপ প্রতিরোধ করে। কারকিউমিন ত্বককে পাতলা করতে কাজ করে। ব্যাকটেরিয়া দূর করে; হোয়াইট হেড, ব্ল্যাক হেড দূর করে। ভেতর থেকে উজ্জ্বলতা বাড়ায়।’
হলুদ ত্বকের বাইরে থেকে মাখলে যে উপকার পাওয়া যায়, খেলেও প্রায় একই রকম উপকার পাওয়া যায় । হলুদ খেলে শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়। ত্বকের জন্যও এটি খুব ভালো। হলুদ খেলে ত্বককে ফর্সা ,সুন্দর ও কোমল করে। ত্বকে নিয়মিত হলুদের ব্যবহার চেহারায় দ্যুতি আনে।