Mint Powder-পুদিনা গুঁড়া
পুদিনা ঔষধের পাশাপাশি খাদ্য ও রূপচর্চার উপাদান হিসেবেও সমাদৃত।
উপকারীতা এবং ব্যবহার –
ত্বকের যত্নেঃ
১) অ্যান্টিবায়োটিকের কাজ করে। ২) রোদে পোড়া ভাব দূর করে। ৩) ব্রণ ও ব্রণের দাগ দূর করে। ৪) তেলতেলে ভাব দূর করে। ৫) টোনার হিসেবে খুব ভালো।
★ত্বকে ব্যবহার বিধি
১।Mint Powder-পুদিনা গুঁড়া পানি দিয়ে পেস্ট করে ত্বকে পুরু করে দিয়ে শুকানো পর্যন্ত রাখতে হবে। পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৩/৪ বার দিন।২।গোলাপ গুড়া, পুদিনা গুড়া, আমলকি গুড়া, ১ চামচ করে নিয়ে ২ কাপ পানির সাথে ভালোভাবে সিদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত ১ কাপ পরিমাণ হচ্ছে। ঠান্ডা করে ছেঁকে নিন। পরে তুলোর সাহায্যে ত্বকে দিন।এটা প্রতিদিন ১ বার হলেও ব্যবহার করুন। চুলের যত্নেঃ ১) উকুন দূর করে। ২) রুক্ষতা দূর করে। ৩) খুশকি দূর করে।৪)চুল পড়া কমাতে সাহায্য করে।
★চুলে ব্যবহার বিধি★পুদিনা গুড়ার সাথে তেল গরম করুন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে মাথার ত্বকে দিন৷ একটি পাতলা কাপড় দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন।