Hibiscus Powder-জবা গুঁড়া উপকারিতা
যাদের যৌনশক্তি কমে এসেছে তাদের যৌনশক্তি বাড়াতে জবা গুঁড়া খুবই কার্যকরী।
অকালে চুল পাকা রোধ করতেঃ জবা ফুল গুড়ার সাথে টক দই মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছু সময় রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে । এতে অকালে চুল পাকবে না।
ত্বকের তৈলাক্ততা ও টক্সিন কমাতেঃ জবা গুড়া পেস্ট করে তাতে মুলতানি মাটির গুড়া ও পানি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের তৈলাক্ততা থেকে মুক্তি মেলে এবং ত্বকের টক্সিন বের হয়ে যায়। সপ্তাহে ২ থেকে ৫ দিন এই প্যাক ব্যবহার করা যায়।
জবা ফুল কোষ্ঠকাঠিন্য রোগীদের মহাষৌধ।
জবা গুঁড়া পানিতে মিশিয়ে নিয়মিত পাম করলে ব্লাত প্রেসার নিয়ন্ত্রণে থাকে। গবেষকরা জানাচ্ছেন, ফল পেতে দিনে তিন কাপ করে জবা ফুল গুঁড়া মিশ্রিত পানি অন্তত ছ-সপ্তাহ খেয়ে যেতে হবে।
জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রয়েছে যা ব্লাড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। এই ফুলের নির্যাসে থাকা অ্যান্থোসায়ানিন লিউকেমিয়া আক্রান্ত কোষকে মেরে ফেলে। তাই নিয়মিত জবা ফুল গুঁড়া মিশ্রিত চা পান করুন।