BlackCloud Powder-কালোমেঘ গুঁড়া
BlackCloud Powder-কালোমেঘ গুঁড়া উপকারিতা
১। ঘন চুল কে না চায় বলুন তো চুল একটু ঘন হবে। কিন্তু সে আর কোথায়! মাথায় যেটুকু চুল আছে তা যদি দিনের পর দিন ঝরে যায় তা হলে কী আর ঘন চুল হয়। এক্ষেত্রে কালমেঘ পাতা গুড়ার ভূমিকা অনবদ্য। ৩-৪ টেবিল চামচ পরিমান কালমেঘ গুড়া পানিতে ভিজিয়ে পেস্ট তৈরি করে নিন। মাথার স্ক্যাল্পে এবং চুলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন করুন।
২। চুল পরা কমায় যদি চুল পড়ে তাহলে ৩-৪ চামচ কালমেঘ গুড়ার সঙ্গে মধু মিশিয়ে প্যাক বানান। সেটি ভালো করে মাথায় লাগান। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে নতুন চুল গজাবে। আর চুল হবে ঝলমলে সুন্দর।
৩। নরম চুল একটু মেথি ভিজিয়ে রাখুন। মেথি ভিজিয়ে নরম হয়ে গেলে, এতে কালমেঘ এর গুড়া মিশিয়ে প্যাক বানান। এর সাথে মেশান ১-২ চামচ লেবুর রস আর ২ চামচ টকদই। প্রথমে চুলে তেল মেখে নিন তার ওপর এই প্যাকটি লাগান। আধঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
৪। চুলের যত্ন ৩ চামচ কালমেঘ পাতা গুড়া, ২ চামচ আমলকীর গুড়া, আর ২ চামচ লেবুর রস ভালো করে মেশান। পারলে একটু টকদইও দিতে পারেন। প্যাকটি বানিয়ে চুলে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়াও কালমেঘ এর গুড়ার সাথে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগাতে পারেন। এতে খুশকি দূর হবে। চুল হবে ঘন সুন্দর।